মুন্সীগঞ্জের ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম আকর্ষণ নৌকাবাইচ উপলক্ষে সপ্তাহব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে শহরের হাটলগঞ্জ এলাকায় এ মেলার উদ্বোধন করা হয়। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল সপ্তাহব্যাপী এই মেলার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র এ কে এম ইরাদত মানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারাবান তাহুরা, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. জাকির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
৪ অক্টোবর থেকে আগামী ১১ অক্টোবর পর্যন্ত এ মেলা চলবে। এতে প্রায় দুই শতাধিক স্টল বসেছে।
এছাড়াও শনিবার ৫ অক্টোবর দুপুর ২টায় মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে জেলা প্রশাসনের উদ্যোগে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
নৌকাবাইচের উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন।
বিকেল ৪টার দিকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম ইদ্রিস আলী।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply