ইমতিয়াজ বাবুল: সিরাজদিখান উপজেলার বিভিন্ন এলাকায় শনিবার পাগলা কুকুরের কামড়ে শিশু ও মহিলা সহ ৯ জন গুরুতর আহত হয়েছে। শনিবার উপজেলার বাড়ৈপাড়া, কাজীরবাগ, ফেগুনাসার, তালতলা গ্রামে আলফাজ(৩০), স্কুল ছাএ নান্টু, আবির (১২), শুভ ঢালী (১৭) সহ মোট ৯ জনকে দুপুর ১২ টা থেকে দুপুর ২ টার মধ্যে কুকুরের এ আক্রমনের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাবাসি আতংকে রয়েছে।
কুকুরে কামরে আক্রান্ত ব্যক্তিদের কয়েকজন স্থানীয় তালতলা বাজারে কানাই ডাক্তার ও দেবু ডাক্তারের ফার্মেসীতে চিকিৎসা নিচ্ছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপেক্সে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. জহির আহমেদ জানান, এখন কুকুরের বিজিং সিজন, অনেক কুকুর পাগলা হয়ে যায় এদের মেরে ফেলা ভালো।
Leave a Reply