দালালপাড়ায় ডাকাত নিহত হওয়ার ঘটনায় মামলা

dakatমুন্সীগঞ্জে ডাকাতি ও গ্রামবাসীর গণপিটুনিতে ডাকাত নিহত হওয়ার ঘটনায় সদর থানায় পৃথক দুইটি মামলা করা হয়েছে। শনিবার বিকালে সদর থানায় এ দুটি মামলা রুজু করা হয়।

অন্যদিকে নিহত ডাকাত শাহাবুদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতানউদ্দিন জানান, এ ঘটনায় সদর থানায় শনিবার দুপুরে হত্যা ও ডাকাতির পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।


তিনি জানান, দালালপাড়া এলাকার তাহমিনা আক্তার বাদী হয়ে আট জনের নাম উল্লেখসহ ১৪ থেকে ১৫ জনের নামে ডাকাতির মামলা এবং গণপিটুনিতে ডাকাত নিহত হওয়ার ঘটনায় হাতিমাড়া পুলিশ ফাঁড়ির এসআই তাহের বাদী হয়ে হত্যা মামলা রুজু করেছেন।

উল্লেখ্য, মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের দালালপাড়া এলাকায় শুক্রবার গভীর রাতে ডাকাতি করতে গিয়ে গ্রামবাসীর গণপিটুনিতে শাহাবুদ্দিন (৩০) নামের এক ডাকাত নিহত হয়। এছাড়া ডাকাতদের হামলায় রামপাল বিদ্যালয়ের শিক্ষক ইছহাক আহত হয়।

এ সময় পুলিশ অভিযান চালিয়ে নাগর, রতন ও রোমান নামের তিন ডাকাতকে গ্রেফতার করে।

শীর্ষ নিউজ

Leave a Reply