ভূমিদস্যুদের রুখতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন

vumidassuপুলিশের সহায়তায় ভূমিদস্যূদর হাত থেকে মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের জায়গা দখলের হাত থেকে রক্ষার দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি দেয়া হয়েছে। বৃষ্টি উপেক্ষা শহর লাগোয়া নয়াগাঁও পূর্বপাড়া এলাকাবাসী রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ কর্মসূচি পালন করেন। তারা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহর প্রদক্ষিণ করে শহরের জুবলী রোড এলাকার প্রেসক্লাব সড়কে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের কাছে স্মারবক লিপি প্রদান করেন। স্মারকলিপির অনুলিপি স্বরাষ্ট্র সচিব, আইজিপি, মুন্সীগঞ্জ পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

নয়াগাঁও চাঁনতারা মসজিদের মোতওয়াল্লী ও এলাকাবাসী জানান, নয়াগাঁও পূর্বপাড়ার চাঁনতারা জামে মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানটি ৮০বছরের ওয়াক্ফকৃত সম্পত্তি। ওই সম্পত্তির মালিকানা দাবি করে নয়াগাঁও গ্রামের প্রয়াত মোহাম্মদ আলী তালুকদারের ছেলে মাদক ব্যবসায়ী হোসেন তালুকদার মুন্সীগঞ্জ সদর সিনিয়র সহকারি জজ আদালতে দেওয়ানি মোকদ্দমা করেন। যার নম্বও ১৩৯/২০১৩। মামলা করেই মুন্সীগঞ্জ সদর থানার এসআই মো. মোশারফ হোসেনের (বিপি নং-৭২৩০৩২৬১৫) সহায়তায় মসজিদের কবরস্থান ও ঈদগা’র মাঠ দখল করার চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। এলাকার লোকজন তা বাঁধা দেয়ায় মসজিদ কমিটিসহ এলাকার লোকদের নামে মিথ্যা মামলা দেয়ার হুমকি দেয়া হচ্ছে। এসআই এলাকার নিরীহ লোকদের গ্রেপ্তার করার ভয় দেখাচ্ছে বলে স্মারকলিপিতে উল্লেখ্য করা হয়েছে। এ পরিস্থিতিতে এলাকার আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা করছেন তারা।
vumidassu
ঢাকা নিউজ এজেন্সি

Leave a Reply