জাতীয় স্যানিটেশন দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এসে শেষ হয়। পরে আলোচনা ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকোশলী মো. শেখ সাদি রহমত উল্লাহ। বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম সারওয়ার ভুঁইয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. এহসানুল করিম প্রমুখ।
এমটিনিউজ২৪
Leave a Reply