মোজাম্মেল হোসেন সজল: বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী ঢালী মোহাম্মদ দেলোয়ার হত্যার হুমকি দেয়ার অভিযোগ করেছেন। তার পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
শ্রীনগর উপজেলার সষমপুর গ্রামে জমিজমা নিয়ে এ অভিযোগ করেছেন তিনি। লেখক ও সংগীত শিল্পী ঢালী মোহাম্মদ দেলোয়ার অভিযোগ করে জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে ফিরোজ খান ও ইউছুফ মৃধা গংরা এক সেনা কর্মকর্তার দোহাই দিয়ে হুমকি দিয়ে যাচ্ছেন।
এ ঘটনায় ঢাকার সুত্রাপুর থানা ও মুন্সীগঞ্জের শ্রীনগর থানায় পৃথক দুইটি জিডি রুজু করা হলেও প্রতিপক্ষের হুমকি অব্যাহত রয়েছে।
এর ফলে সংগীত শিল্পি ঢালী মোহাম্মদ দেলোয়ার তার পরিবার পরিজন নিয়ে চরম আতঙ্কের মধ্যে দিনযাপন করছেন।
তিনি জানান, ১৮ বছর আগে শ্রীনগরের সমষপুর গ্রামে সম্পত্তি ক্রয় করেন তিনি। বর্তমানে ওই ক্রয়কৃত সম্পত্তি ফেরত না দিলে তাকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকার সদরঘাট জনতা হকার্স মার্কেটের সভাপতি আলহাজ শেখ মো. আইয়ুব, সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুব হোসেন, আজগর আলী দিলীপপ প্রমুখ।
এমটিনিউজ২৪
Leave a Reply