বর্তমান সরকার কথায় নয় কাজে বিশ্বাসী – মুন্সীগঞ্জে হুইপ এমিলি

emily1210জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি বলেছেন, বর্তমান সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। সরকার কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল বিষয়ে যুগান্তকারী উন্নয়ন ঘটিয়েছে। আলু উৎপাদনকারী সর্ববৃহৎ জেলা মুন্সীগঞ্জে সচল ৬৬টি হিমাগার থাকলেও আলু বীজ সংরক্ষণে আলাদা কোন হিমাগার ছিল না। বীজ সঠিক সংরক্ষন করতে পারলে ফসল ভালো হবে। কৃষক আরও লাভবান হবে। আলু উপর এখানকার ৭৫ হাজারা পরিবার প্রত্য বা পরোভাবে জড়িত। বর্তমান সরকার এই অঞ্চলের মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষে এখানে বীজ সংরক্ষনে হিমাগার স্থাপনের উদ্দোগ নিয়েছেন।


তিনি শনিবার সকালে আলু ভিত্তিক অর্থনীতির উপর নির্ভরশীল মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউনিয়নের পুরা বাজারে ২৫ কোটি টাকা ব্যয়ে ২ হাজর মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন আলু বীজ সংরক্ষণে সরকারী হিমাগারের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতুর সভাপতিত্বের আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বিএডিসি ঢাকা অঞ্চলের উপ-পরিচালক এ কে এম ইউসুফ হারুন প্রমুখ।
emily1210
বাংলাপোষ্ট২৪

Leave a Reply