মুন্সীগঞ্জে কোরবানীর পশুর বর্জ্য অপসারন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গন থেকে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে উদ্বোধন করা হয়।
মানব উন্নয়ন সমাজকল্যান পরিষদের উদ্যোগে এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ ই হাসান তুহিন। পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাবিবর আহমেদ দীপু।
হিউম্যান রাইটস ওয়াচ্ মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম জাহাঙ্গিরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের কোষাধ্য মু. আবু সাঈদ সোহান। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মামুনুর রশীদ খোকা, সুমন ইসলাম, ভবতোষ চৌধুরী নুপুর।
পরে মুন্সীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গন ও জগধাত্রীপাড়া, মানিকপুরসহ এলাকায় ব্লিচিং পাউডার ছিটানো হয়।
কাজী দীপু
Leave a Reply