মেঘনা নদী থেকে ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার

aaaMunshigonjমুন্সীগঞ্জের মেঘনা নদীতে অভিযান চালিয়ে সদর উপজেলার বকচর ও গজারিয়া উপজেলার গজারিয়া এবং এর আশপাশ এলাকা থেকে শুক্রবার সকালে ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এই বিপুল পরিমিান নিষিদ্ধ কারেন্ট জাল আটক করলেও এ সময় কাউকে আটক করতে পারেনি।


কোস্ট গার্ডের পেডি অফিসার সামসুর রহমান জানান, জালগুলো উদ্ধার করে নারায়নগঞ্জের পাগলায় নিয়ে যাওয়া হয়েছে। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে দেয়া হবে। তিনি আরও জানান ১৩ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও মা ইলিশ ধরার জন্য জেলেরা এই করেন্ট জাল নদীতে পেতেছে। এছাড়া কারেন্ট জাল ব্যবহার সম্পূর্ণ নিষেধ।

বাংলাদেশ খবর

Leave a Reply