মেঘনা নদী থেকে ৬০ হাজার মিটার কান্টেজাল ও মা ইলিশ উদ্ধার

arrestএক জেলের ১৫ দিনের জেল
মুন্সীগঞ্জ সদর উপজেলার বকচরের কাছে মেঘনা নদী থেকে বৃহস্পতিবার বিকালে ৬০ হাজার মিটার কান্টেজাল ও ১৮টি মা ইলিশসহ এক জেলকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। পরে ভ্রাম্যমান আদালত ১৫ দিনের কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠিয়েছে গ্রেফতারকৃত জেলে শওকত শেখকে (৩৫)। সে নড়াইল জেলার লোহাগড়ার আনোয়ার শেখের পুত্র। বর্তমানে বকচরে বসবাস করছে। এছাড়া শহরের লঞ্চঘাট এলাকায় ভ্রাম্যমান আদালতের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে দেয়। আটককৃত ইলিশগুলো এতিমখানায় পাঠানো হয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারক মুন্সীগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াসমিন এই তথ্য নিশ্চিত করে জানান, ইলিশ ধরা নিষিদ্ধ থাকলেও মা ইলিশ ধরার সময় হাতেনাতে এই জেলেকে মাছ ও জালসহ গ্রেফতার করে।


বাংলাদেশ খবর

Leave a Reply