ঢাকা মহানগর বিএনপির সভাপতি ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার দা-কুড়াল কর্মসূচি প্রতিহত করার শপথ নিয়েছেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকায় এ মান্নার উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আ’লীগের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে এ শপথ বাক্য পাঠ করানো হয়।
বঙ্গবন্ধুর প্রধান সিকিউরিটি গার্ড ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন এ শপথ বাক্য পাঠ করান।
এ সময় তিনি বলেন, আ’লীগ নেতাকর্মীরা কাপুরুষের মতো না মরে, বীরের মতো লড়াই করতে জানে। আগামী ২৫ অক্টোবরের ডেটলাইনের জন্য প্রস্তুত থাকুন। যে কোনো মূল্যে বিএনপির দা-কুড়াল কর্মসূচি প্রতিহত করা হবে। আওয়ামী লীগ ২৫ অক্টোবর রাজপথে থাকবে।
তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পূরণের মধ্য দিয়ে সোনার বাংলা গড়ে তোলা হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশের রূপকার দেশনেত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ এ সহচর ঈদ পুর্নর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
গজারিয়া উপজেলা আ’লীগের সভাপতি সোলায়মান দেওয়ানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, গজারিয়া আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ প্রমুখ।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply