মেঘনা নদী থেকে দেড় লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার

aaaMunshigonjমুন্সীগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে কোস্টগার্ড ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করেছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে চরঝাপটা ও গজারিয়া ঘাট এলাকার নদী থেকে পাগলা এ কারেন্ট জাল উদ্ধার করা হয়।

পাগলা কোস্টগার্ডের পেটি অফিসার শামছুর রহমান বাংলানিউজকে জানান, কোস্টগার্ডের একটি দল মেঘনা নদীতে রাতভর আভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।


অভিযান শেষে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাট এলাকায় কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয় বলে জানান তিনি।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply