সিরাজদিখানে জাসাসের যুগ্ন আহবায়ককে কুপিয়ে হত্যা

murder1মুন্সীগঞ্জের সিরাজদিখানের রাজানগর বাজারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে উপজেলা জাসাসের যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার আসাদ খন্দকারকে (৩৪) হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজানগর বাজারে এ ঘটনা ঘটে।

এদিকে ঘটনার পর থেকে সিরাজদিখানের রাজানগর গ্রাম ও বাজারসহ আশপাশ এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহত আসাদ খন্দকারের বাড়িতে বিরাজ করছে শোকের মাতম।

অন্যদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় সিরাজদিখান থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল নায়ক মহসিন ও তার সহযোগী সোহাগ, কাউসার, আক্কাস ও শহিন নামের পাঁচজনকে আটক করেছে পুলিশ।


অপরদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক মঈনউদ্দিন সুমন তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সিরাজদিখান উপজেলা জাসাসের যুগ্ন আহবায়ক আসাদ খন্দকার নিজ বাড়ি থেকে রাজানগর বাজারে যান। সোমবার রাত সাড়ে ৯টার দিকে একই এলাকার মহসিন, আসলাম, ইলিয়াছ, সালাম, সিরাজসহ একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে আসাদ খন্দকারের উপর হামলা চালায়। এ সময় বাজারে থাকা লোকজনের সামনে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে ঘটনাস্থল থেকে চলে যায় তারা।

এ সময় রাজানগর বাজারের ব্যবসায়ী ও উপস্থিত জনতা আসাদ খন্দকারকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ঢাকা মিডফোর্ড হাসপাতালে ভর্তি করে। রাত সাড়ে ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আসাদ খন্দকার মারা যান।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার জানান, পূর্ব শত্রুতার জের ধরে সিরাজদিখানের রাজানগর প্রথমে দুই পরে মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে আসাদ খন্দকারকে কুপিয়ে আহত করায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িত ৫ জনকে আটক করেছে।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply