হত্যার হুমকি পেয়ে থানায় অভিযোগ করেছেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলমের মেয়ে। সরকারের প্রধান আইন কর্মকর্তার মেয়ে শিশির কণাকে হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা। তিনি মঙ্গলবার সন্ধ্যায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শিশির কণা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার বাড়ির দারোয়ান তাকে একটি চিঠির খাম দেয়। এর ওপর তার নাম টাইপ করা ছিল।
খাম খুলে ভেতরে এক টুকরা কাপড় এবং ছোট এক টুকরা কাগজ পান অ্যাটর্নি জেনারেলের মেয়ে।
“কাগজের মধ্যে টাইপ করে দুই লাইনের একটি লেখা দেখতে পাই- ‘তুই, তোর স্বামী, ছেলে, তোর বাবা-মা, ভাই-ভাবী ও ভাইয়ের ছেলের মৃত্যু পরোয়ানা জারি হয়েছে। মৃত্যুর জন্য প্রস্তুত থাকিস’।”
চিঠির নিচে লেখা ছিল- ‘ইসলাম রক্ষাকারী দল’।
মাহবুবে আলমও এর আগে একাধিকবার এই ধরনের হুমকি পেয়েছিলেন।
চিঠির বক্সে থাকায় কে তা পাঠিয়েছে, তা শিশির কণার বাড়ির দারোয়ান সনাক্ত করতে পারেনি।
তবে ভবনে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকার কথা জানিয়ে শিশির কণা বলেন, “পুলিশ ক্যামেরা ধারণ করা ফুটেজ নিয়ে দেখলে চিঠি বহনকারীকে সনাক্ত করতে পারবে।”
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) এম এ জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিডির ভিত্তিতে তারা গুরুত্ব দিয়েই বিষয়টি তদন্ত করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর
Leave a Reply