চান্দের বাজারে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

raমুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের চান্দের বাজার এলাকায় যাত্রীবোঝাই বাস ও মোটর বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে বুধবার ভোরে ১ পথচারী নিহত হয়েছে। তার নাম বারেক শেখ (৬৫)। তার বাড়ী টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী গ্রামে। এতে মোটর বাইক আরোহী মো. রনিকে (২৫) গুরুতর জখম অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, বাস ও মোটরবাইকের মধ্যে সংঘর্ষে পথচারীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। ঘাতক বাসটি আটক করে টঙ্গীবাড়ী থানা হেফাজতে রাখা হয়েছে।

এবিনিউজ

Leave a Reply