হরতাল – রাহমান মনি

বিরোধী দলের মোক্ষম অস্ত্র
সরকারের মাথা ব্যথা,
হরতাল নিয়ে চালু সমাজে
হরেক রকম কথা।

বিরোধী দল হরতাল ডেকে
বসে থাকে ঘরে,
র‍্যাব পুলিশে করে পালন
রাস্তা বন্ধ করে।

সরকারী দল করে মিছিল
হাতে নিয়ে লাঠি,
পুলিশ তাদের দেয় পাহাড়া
যাদুর পরশ কাঠি।


অবরোধ আর প্রতিরোধে
উভয়ের মাঝে পড়ে,
পেটের দায়ে বের হওয়াদের
প্রাণ যায় অকাতরে।

কলকারখানা বন্ধ হলে
উৎপাদন যায় কমে,
ঘরে বসে মানব বৃদ্ধির
বিনোদনটা জমে।

বিরোধী দল ধন্যবাদ দেয়
হরতাল সফল করায়,
সফল করার মামলাগুলো
আদালতে গড়ায়।

সরকার যেখানে বলে ব্যর্থ
বিরোধীরা বলে সফল,
অর্থনীতির হিসেব নিকেষে
যায় বুঝা তার কুফল।

উভয় দলের ধন্যবাদে
আমজনতা ভাসে,
কেউ কাটে টিপ্পনী আর
কেউ মুচকী হাসে।

হরতাল ছিল, হরতাল আছে
বাংলাদেশে তা থাকবে,
রাজনীতির নোংরা খেলায়
তারাই ধরে রাখবে।।

টোকিও, জুলাই ২০১৩

Leave a Reply