ব.ম শামীম: বিরোধী দলিয় নেত্রী খালেদা জিয়ার বর্তমান সরকারকে অবৈধ সরকার বলার প্রতিবাদে শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামীলীগ ও অংগসংগঠন। মিছিলটি টঙ্গীবাড়ী উপজেলা মাঠ হতে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে।
এ সময় পথ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক, মহিলালীগের সভাপতি সোহানা তাহমিনা, বাচ্চু মাঝি, রুবেল খান, বেলায়েত শাহিন, আল-আমিন মোল্লা, পলাশ কান্ত রায়, আনিসুর রহমান প্রমূখ।
Leave a Reply