মুন্সীগঞ্জের গণিত সৃজনশীল প্রশিক্ষণ শুরু

aaaMunshigonjমুন্সীগঞ্জের মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গণিত শিক্ষকদের ৩ দিন ব্যাপী সৃজনশীল প্রশিক্ষণ শুরু হয়েছে। শুক্রবার সেকেন্ডোরী এডুকেশন সেক্টর ডেবেলপমেন্ট প্রজেক্টের আওতায় জেলা শিক্ষা অফিস এ প্রশিক্ষনের আয়োজন করেছে। জেলা শহরের মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ প্রশিক্ষনে মাধ্যমিক স্কুল এবং দাখিল মাদ্রাসার দেড়শতাধিক শিক্ষক অংশ নিয়েছেন।


এ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা গবেষনা কর্মকর্তা এনামুল হক, কামরুল ইসলাম, সেলিনা হোসেন, প্রধান প্রশিক্ষক শেখ মো. শাহজাদা বিপুল চন্দ্র সাহা প্রমুখ। আগামী ২৭শে অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষন চলবে। প্রশিক্ষনে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনী পর্যন্ত গণিত ও উচ্চতর গণিতের সৃজনশীল প্রশ্ন তৈরীর কৌশল হাতে-কলমে শেখানো হচ্ছে।

ঢাকা নিউজ এজেন্সি

Leave a Reply