টঙ্গীবাড়ীর অপহৃত ৩ ব্যাক্তি ৪ দিনেও উদ্ধার হয়নি

kidnapeব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেশনাল গ্রাম হতে বুধবার দুপুরে ডিবি পুলিশ পরিচয়ে মান্নান খানঁ (৪০) ও সদর উপজেলার মুক্তারপুর এলাকা হতে মিজান খানঁ (৩২) এবং আনোয়ার (৩৫) নামের অপহৃত তিন ব্যাক্তিকে ৪ দিনেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।


শুক্রবার রাতের মধ্যে একটি সোর্স তাদের উদ্ধারের আশ্বাস দিলেও তারা আর অপহৃতদের পরিবারের সাথে যোগাযোগ না করায় অপহৃত পরিবারগুলোর মধ্যে চরম উৎকন্ঠা বিরাজ করছে। তারা মুন্সীগঞ্জ সদর থানা, টঙ্গীবাড়ী থানা, ডিবি ও সিআইডি অফিস এবং র‌্যাব-১১ সাথে সার্বক্ষনিক যোগাযোগ করলেও এ সমস্ত আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনী তাদের কোন সন্ধান দিতে পারছেনা।

উলেখ্য, গত বুধবার দুপুরে ডিবি পুলিশ পরিচয়ে একটি মাইক্রোবাসে করে ৫-৬ জন সাদা পোষকদারী তাদের ধরে নিয়ে যায়।

Leave a Reply