ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের ঘোষণা মুন্সীগঞ্জ বিএনপির

bnpতত্ত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়ন না হলে যে কোনো সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছে জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই। বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়ার রসুলপুর খেয়া ঘাটে উপজেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

এছাড়া অবিলম্বে নেতাকর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিএনপির ডাকা ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিনে পুলিশ ও আ’লীগ কর্মীদের হামলায় গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হওয়া, বিএনপি ও অঙ্গসংগঠনের ১৫০ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করার ঘটনায় গজারিয়া উপজেলা বিএনপি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।


গজারিয়া উপজেলা বিএনপির সভাপতি একে এম গিয়াসউদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মজিবর রহমান, শহর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ, সাংগঠনিক সম্পাদক বোরহানউদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা নেছারউল্লাহ, আহসানউল্লাহ চেয়ারম্যান প্রমুখ।

এর আগে জেলা বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের নেতৃত্বে বিক্ষোেভ মিছিল করে বিএনপি নেতাকর্মীরা।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply