শুক্রবার মুন্সীগঞ্জে পথসভায় বক্তব্য রাখবেন জয়

Joyশুক্রবার গোপলালগঞ্জের টুঙ্গীপাড়ায় যাওয়ার পথে মুন্সীগঞ্জের তিনটি পয়েন্টে পথসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়।

তার আগমন ও পথসভাকে সফল করতে মুন্সীগঞ্জের আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করেছেন। ঢাকা-মাওয়া মহাসড়কের পথে পথে বিভিন্ন স্লোগানে টাঙানো হচ্ছে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড।

দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে সজিব ওয়াজেদ জয় গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার উদ্দেশে ঢাকা থেকে রওনা হবেন। পথে তিনি মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলা, শ্রীনগরের ছনবাড়ি ও মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের লৌহজংয়ের মাওয়ায় দলীয় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।


মুন্সীগঞ্জ-২ আসনের আ’লীগের নেতাকর্মীদের পক্ষ থেকে জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি প্রধানমন্ত্রী তনয় সজিব ওয়াজেদ জয়কে ফুলেল শুভেচ্ছা জানাবেন।

মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি জানান, জয়ের আগমন উপলক্ষে পথসভার সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার আ’লীগ নেতাকর্মীরা এ পথসভায় উপস্থিত থাকবেন।

লৌহজং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আ’লীগ নেতা জাকির হোসেন বেপারী জানান, সজিব ওয়াজেদ জয়ের আগমন উপলক্ষে লৌহজং ও মাওয়া, শ্রীনগরের ছনবাড়ি, হাষাঁড়া, সিরাজদিখানের নিমতলাসহ ঢাকা-মাওয়া মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তোরণ নির্মান কাজ শেষ পর্যায়ে। এছাড়া ঢাকা-মাওয়া মহাসড়কের বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড টাঙানো হচ্ছে।

মাওয়া নৌ-ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়ের আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও তার নিরাপত্তা দিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি জানান, ঢাকা-মাওয়া মহাসড়কে নিমতলা, ছনবাড়ি ও মাওয়ায় পৃথক পথসভা শেষে তিনি ফেরি কলমিলতায় চড়ে মাওয়া ঘাট থেকে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটের উদ্দেশে রওনা দেবেন।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply