ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় গ্রামে বৃহস্পতিবার রাতে র্যাব-১১ এর অভিযানে পিস্তল, পাইপগান ও দেশীয় একাধিক অস্ত্রসহ মো. জনি খানঁকে গ্রেফতার করেছে র্যাব-১১। র্যাব ১১ এর ডিএডি হাবিবুর রহমান জানান, আটককৃত জনিসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৩টি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
এ প্রেক্ষিত তাদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। সে আরো জানান, অভিযানে ১টি পিস্তল, ১টি পাইপগান, ৪টি রানদা, ৪টি চাপাতি ও ৮টি ছোড়া উদ্ধার করা হয়েছে। এ সময় অন্যান্য অভিযুক্তরা পালিয়ে গেছে। আটককৃত জনি দিঘিরপাড় গ্রামের সোরহাব খানেঁর ছেলে।
Leave a Reply