সদর থানার এএসআই সিরাজের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

Policeসামসুল হুদা হিটুঃ মুন্সীগঞ্জ সদর থানার এএসআই সিরাজুল ইসলাম গ্রেফতার বানিজ্যে বেপোরোয়া হয়ে উঠেছে। ওই দারোগা সাধারন মানুষকে গ্রেফতারের ভয় দেখিয়ে লুফে নিচ্ছে হাজার-হাজার টাকা। পুলিশের পোশাক পরে সাধারণ যুবকদের আটক করে সে নিজ পেন্টের-পকেটে থাকা ইয়াবা দিয়ে নিরপরাধদের মাদকের মামলা দিয়ে কোর্টে চালান করে দেয়। তবে যারা তার কথা মতো মোটা অঙ্কের টাকা দিতে পারছে শুধু তাদের সে মামলা থেকে নিস্কৃতি পাচ্ছে।


এদিকে, ভূক্তভুগি শহরের নতুনগাঁও এলাকার সাইফুল ইসলাম জানান, গত ২০ অক্টোবর জমি সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষ জাকিয়া বেগমের পক্ষ নিয়ে সাইফুলের কাছ থেকে ৫০ হাজার টাকা দাবী করে। এতে সাইফুল দাবীকৃত ওই টাকা দিতে অস্বিকৃতি জানালে তাকে মাদক আইনে মামলা করে জেল হাজতে প্রেরনের হুমকি দেয়।

এদিকে, জেলার আইনশৃংঙ্খলার মাসিক মিটিংয়ে মাদক ও সন্ত্রাসীদের উপর বিশেষ নজর রাখার জন্য পুলিশকে নির্দেশ দেয়ার সুযোগকে কাজে লাগিয়ে সে গ্রেফতার বানিজ্যে লিপ্ত হয়ে পরে।


এ গ্রেপ্তার বাণিজ্যের কারনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ও স্থানীয় শীর্ষ সন্ত্রাসীরা তাকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মাদক ব্যবসা চালিয়ে যেতে পারছে। যেসব যুবক কোন প্রকার নেশার সাথে জড়িত না এমন যুবকদের পর্যন্ত অভিযুক্ত ওই দারোগা সদর থানায় ধরে নিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে ছেড়ে দিচ্ছেন। শহর-শহরতলির মাদক ব্যাবসায়ীরা তাকে মাসোয়ারা দিয়ে দিব্বি মাদক বিক্রি করে যাচ্ছে। মাদক বিক্রেতাদের গ্রেফতার করার প্রাক্কালে এএসআই সিরাজ আগেই ফোন করে ওই মাদক ব্যবসায়ীকে পালিয়ে যেতে সহযোগীতা করে। গ্রেফতারের ভয়ে অনেকে তার বিরুদ্ধে মুখ খুলেন না। কেও মুখ খুললে তাকে পূনরায় গ্রেফতার করা হবে বলে ভয়-ভিতি প্রদর্শন করে ভুক্তভুগিদের মুখ বন্ধ করে রাখে পুলিশের ওই কর্মকর্তা। এ বিষয়ে এএসআই সিরাজুল ইসলাম তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ণ অস্বীকার করে বলেন আমার বিরুদ্ধের এসব অভিযোগ সম্পুর্ন মিথ্যা।

এ প্রসঙ্গে সদর থানার ওসি-(তদন্ত) ইয়ারদৌস হাসান বলেন এএসআই সিরাজুল ইসলামের বিরুদ্ধে আনিত এসব অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

ওয়ান নিউজ

Leave a Reply