মুক্তারপুর সেতু এলাকায় যাত্রীবাহী বাসে আগুন

politicমুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর সেতু এলাকায় দিঘিরপাড় ট্রান্সপোর্ট নামে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মুক্তারপুর সেতু সংলগ্ন পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উপস্থিত পুলিশ ও জনতা আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে বাসের যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি না হলেও বাসের সিটগুলো পুড়ে গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া জানান, হরতালের কারণে মুক্তারপুর সেতু সংলগ্ন পেট্রোল পাম্পের ভেতরে ৮/১০টি বাস রাখা হয়েছিল।

সন্ধ্যার পর অজ্ঞাতপরিচয় কয়েক ব্যক্তি পেট্রোল ঢেলে দিঘিরপাড় ট্রান্সপোর্ট নামে যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। কে বা কারা এ ঘটনায় জড়িত তা সনাক্ত করা সম্ভব হয়নি।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply