নেতাদের মুক্তি দিয়ে সংলাপে বসুন: সরকারকে বি চৌধুরী

bc.jpgবিএনপি নেতাদের মুক্তি দিয়ে অবিলম্বে সংলাপে বসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। মওদুদ আহমদসহ বিএনপি নেতাদের গ্রেপ্তারের পর শনিবার এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি।

বিবৃতিতে বলা হয়, “আমরা মনে করি, নির্বাচনের পরিবেশ তৈরির জন্য অবিলম্বে বিরোধীদলীয় শীর্ষ নেতাদের মুক্তি দিয়ে বিরোধীদলীয় নেতাকে স্বয়ং প্রধানমন্ত্রী আলোচনার আমন্ত্রণ জানিয়ে দেশের এই সমূহ সঙ্কট নিরসনের চেষ্টা করবেন।”


নির্দলীয় সরকারের দাবিতে বিরোধী দলের আন্দোলনের মধ্যে শুক্রবার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, আবদুল আউয়াল মিন্টু ও শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আটক করা হয়।

এক সময়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে থাকা বি চৌধুরী বলেন, “একদিকে নির্বাচনের ঘোষণা দিয়ে,অন্যদিকে বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তার, গণতন্ত্র ও আসন্ন নির্বাচনের জন্য মোটেও শুভ নয়।”

“এতে নির্বাচন সম্পর্কে সরকারের সদিচ্ছা প্রমাণিত হয় না। আমরা সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই,” বলেন সাবেক এই রাষ্ট্রপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর

Leave a Reply