রোববার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দুর্বৃত্তরা এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাংচুর ও তছনছ করে। এ সময় দুবৃত্তরা প্রায় ৪ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ও মালামাল লুট করে নিয়ে যায়। এলাকাবাসী জানিয়েছে, দুপুর ১২টায় দিকে উপজেলার বলই গ্রামের কবির খানের বাড়িতে এলাকার সন্ত্রাসী জামাল খান ২০-২৫ জন সন্ত্রাসী নিয়ে হামলা চালায়। এতে কবির বাঁধা দিলে তাকে ও তার পরিবারের লোকদের মারপিট করে আহত করে এবং দু’টি বসতি ঘর ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় স্টীলের আলমারী ভেঙে ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০হাজার টাকা লুট করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে জামাল বাহিনী কবিরের বাড়িতে হামলা চালিয়ে ঘর ভাঙচুর করে ব্যাপক লুটপাট করে।
টঙ্গীবাড়ী থানার ওসি আব্দুল মালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে। কবির খান জানিয়েছে, লুটপাট ভাঙচুর চলাকালীন সময়ে তাদের আর্তচিৎকারে এলাকাবাসী চলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
স্বদেশ
Leave a Reply