মুন্সীগঞ্জে ইয়াবাসহ পিতা-পুত্র আটক

2 copy_8797মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের দক্ষিণ কেওয়ার গ্রামে অভিযান চালিয়ে ১৫৭ পিস ইয়াবাসহ বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১২টার দিকে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, জামাল হোসেন বেপারী (৫০) ও তার ছেলে জাহিদ হোসেন বেপারী (১৯)।

সদর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) কাজল মিয়া বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপ-পরিদর্শক আব্দুল মতিনের নেতৃত্বে পুলিশের একটি দল জামালের বাড়িতে অভিযান চালায়।
এসময় তার বসতঘর থেকে ১৫৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অপরাধে তাদের আটক করা হয়।


এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করে তাদের গ্রেফতার দেখিয়ে রোববার বেলা ১১টার দিকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

অপরদিকে, স্থানীয় একটি সূত্র জানায়, ইয়াবার একটি বড় চালান আটক করেছিল পুলিশ।রহস্যজনক কারণে তা গোপন রেখেছে।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply