মুন্সীগঞ্জে পিকেটিংকালে ছাত্রদল নেতা আটক

2 copy_8797মুন্সীগঞ্জ শহরের বাজার এলাকায় সড়কের উপর টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিংকালে শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আল-আমিনকে (২৪) আটক করেছে পুলিশ। বিএনপিসহ ১৮ দলের ডাকা টানা ৮৪ ঘণ্টা হরতালের প্রথমদিন রোববার সকালে আটক হন তিনি।

সদর থানার পরিদর্শক ইয়ারদৌস জানান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলামের সামনে টায়ারে অগ্নিসংযোগ করলে তিনি ছাত্রদল নেতা আল-আমিনকে ঝাপটে ধরেন। এসময় ছাত্রদলের অপর পিকেটাররা পালিয়ে যায়।

এছাড়া বিএনপি নেতাকর্মীরা মুন্সীগঞ্জ-মুক্তারপুর সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে যানবাহন চলাচলে বাঁধা দেয়।

এদিকে, মুক্তরপুর এলাকায় হরতালের সমর্থনে মিছিল করে বিএনপি নেতাকর্মীরা।


অন্যদিকে, হরতালের বিপক্ষে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারী এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হচ্ছেন।

জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল বিন সামাদ শুভ্র ও শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মালেকুন মাকসুদ বিপুল এ তথ্য নিশ্চিত করেছেন।

অপরদিকে, ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এবং ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না। শহরে কিছু রিকশা ও ব্যাটারি চালিত অটোবাইক চলাচল করতে দেখা গেছে।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply