গজারিয়া থানায় হত্যা মামলা দায়ের
সিমেন্ট বোঝাই ট্রলার ডাকাতির মুন্সীগঞ্জের ধলেশ্বরী ও মেঘনাবক্ষে তিন যুবকের লাশ উদ্ধার ও আরো এক যুবক নিখোঁজ থাকার ঘটনায় থানায় হত্যা মামালা দায়ের করা হয়েছে।
মেসার্স যমুনা ক্যারিং এজেন্সী নামে ট্রান্সপোর্ট কোম্পানীর সত্বাধিকারী নান্নু মিয়া বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ্য করে ও আরো বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামী করে জেলার গজারিয়া থানায় সোমবার দিবাগত রাতে এ হত্যা মামলা দায়ের করেন।
মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ এসআই মো: সেলিম হত্যা মামলা রুজুর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত
নিখোঁজ যুবক আসাদ খন্দকারের (৪২) সন্ধান পাওয়া যায়নি। আসাদ ব্রাক্ষনবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার কানাইনগর গ্রামের মঈন খন্দকারের ছেলে।
এর আগে ৭ নভেম্বর ধলেশ্বরী নদী পাড়ে শরীয়তপুরের সখিপুর উপজেলার মাঝিকান্দি গ্রামের মৃত আব্দুল আজিজউদ্দিনের ছেলে মহিউদ্দিনের ও ৯ নভেম্বর মেঘনা নদীর পাড়ে
ব্রাক্ষèনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বানিয়াচং গ্রামের লতু মিয়ার ছেলে নুরু মাঝি (৪৫) ও একই ঠিকানার ধন মিয়ার ছেলে জাকির হোসেনের (৩৫) লাশ উদ্ধার করে পুলিশ। নুরু ও মহিউদ্দিন সিমেন্ট বোঝাই ট্রলারের হচ্ছেন সুকানী এবং জাকির হচ্ছে মাঝি। গত ৯ নভেম্বর বরগুনা থেকে সিমেন্টবোঝাই ট্রলার ও ৩ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর রাতে মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুরে অ্যামিরেটস্ সিমেন্ট ফ্যাক্টরী থেকে ১ হাজার ৬’শ ৩২ ব্যাগ সিমেন্ট বোঝাই করে সায়মা পরিবহন নামীয় একটি ট্রলার কিশোরগঞ্জের ভৈরব বাজারের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথিমধ্যে ৪ যুবক নিখোঁজ হন।
যমুনা নিউজ
Leave a Reply