ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামাড়খাড়া গ্রামের ছাত্তার সেখের বাড়িতে বুধবার রাতে দূধর্ষ ডাকাতি হয়েছে। এ সময় স্বসস্ত্র ডাকাত দল ৩ জনকে কুপিয়ে জখমসহ মোট ৫ জনকে আহত করেছে। জানাগেছে, রাত অনুমানিক ২ টায় ১২ থেকে ১৩ জনের স্বসস্ত্র ডাকাত দল ছাত্তার সেখের বাড়িতে প্রবেশ করে তার ৩ টি ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে মোট ৫ ভরি স্বর্নালংকার, ৪০ হাজার টাকাসহ অন্যান্য জিনিষপত্র ছিনিয়ে নিয়ে যায়।
মুখে কাপড় বাধা ডাকাত দল এ সময় ছাত্তার শেখ, লন্ডন প্রবাসী রফিক শেখ, রাজ্জাক সেখের স্ত্রী (অজ্ঞাত) ৩ জনকে কুপিয়ে জখম এবং মোতালেবসহ মোট ৫ জনকে মেরে আহত করে। গুরুতর আহত ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ে। টঙ্গীবাড়ী থানা ওসি মো. আব্দুল মালেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply