শ্রীনগরে মহিলা পুলিশকে উত্ত্যক্ত করায় ৬ ইভটিজার শ্রীঘরে !

shঢাকা-দোহার সড়কে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বালাশুর চৌরাস্তায় মোটরবাইক তল্লাসিকালে মহিলা পুলিশকে উত্ত্যক্ত ও অশালীন মন্তব্য করায় ৬ ইভটিজারকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইভটিজারদের ২ টি মোটরবাইক জব্দ করে পুলিশ।

জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের চারিপাড়া গ্রামের সুরুজ শেখ (২৫), পিংকু শেখ (২৪), শাকিল শেখ (২৪), মিঠু খান (২৬), রিয়াজ শেখ (২৪) ও সানি শেখকে (২৫)। বৃহস্পতিবার বিকেলে জেল হাজতে প্রেরন করার নির্দেশ দিয়েছে আদালত।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মজিবুর রহমান জানান, মঙ্গলবার দিবাগত মধ্য রাত ১২ টার দিকে সহকারী উপ-পরিদর্শক আকলিমা বেগমের নেতৃত্বে একদল মহিলা পুলিশ বালাশুর চৌরাস্তায় কর্তব্য পালনকালে মোটরবাইকে তল্লাসি চালাতে চাইলে ৬ আরোহী মিলে পুলিশ সদস্যদের উত্ত্যক্ত ও অশালীন মন্তব্য করে। ওয়ারলেসের মাধ্যমে ম্যাসেজ পেয়ে সহকর্মীরা ঘটনাস্থলে পৌছে মোটরবাইক আরোহীদের গ্রেফতার ও ২ টি মোটরবাইক জব্দ করে।

স্থানীয় আনন্দ কমিউনিটি সেন্টারের একটি গায়ে হলুদের অনুষ্ঠান থেকে মোটরবাইকযোগে ভাগ্যকুলের চারিপাড়া গ্রামে ফিরছিল ৬ যুবক।

যমুনা নিউজ

Leave a Reply