ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দোরাবর্তী গ্রামে গতকাল শুক্রবার সকালে জমি নিয়ে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত সহিদ সর্দার(৫০), কবির সর্দার (২৮) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মান্নান সর্দার (৬০), নান্নু সর্দার (২৮) কে পঙ্গু হাসপাতাল এবং ইউপি সদস্য ডালিম সর্দার (৩০) বারেক সর্দার (৬৫) কে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ ইয়াছিন (২৮) নামের এক ব্যাক্তিকে আটক করেছে। জানাগেছে, উপজেলার আউটশাহী ইউপি সদস্য ডালিম সর্দারদের সাথে একই গ্রামের আক্তার ঢালীদের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। বিরোধীয় জমিতে গতকাল সকালে ডালিম সর্দার গংরা আবাদ করতে গেলে প্রতিপক্ষের আক্তার ঢালী, আনোয়ার সর্দার, সোরহাব সর্দার ও শাহজাহানের নেতৃত্বে ২০-২৫ জনের ভারাটিয়া সন্ত্রাসী হামলা চালায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। এ ঘটনায় ডালিম সর্দার বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
Leave a Reply