হরতালের প্রস্তুতি নেই মুন্সীগঞ্জে

hartalমোজাম্মেল হোসেন সজল: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপুকে গ্রেপ্তারের ঘটনায় ডাকা হরতালের প্রস্তুতি নেই মুন্সীগঞ্জে। তাকে গ্রেপ্তারের প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবকদল শনিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলায় হরতাল আহ্বান করে।

কিন্ত শুক্রবার হরতালের সমর্থনে জেলা শহরসহ জেলার কোথাও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ কর্মসূচি পালন করার খবর পাওয়া যায়নি। এমনকি হরতাল পালন করার লক্ষ্যে কোন কর্মকাণ্ডও লক্ষ্য করা যায়নি।

সপুর নিজ এলাকা মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছির দামলা এলাকায়ও কোন কর্মসূচি পালন করা হয়নি। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আওলাদ হোসেন উজ্জলের বাড়ি শ্রীনগরের ঢাকা-মাওয়া মহাসড়কের ও সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়াজী মহনের গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় হরতালসহ আহুত কেন্দ্রীয় কর্মসূচি বিক্ষোভ মিছিলও হয়নি।


অথচ কারো সঙ্গে সম্বনয় না করে সপুকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার রাতে ঢাকায় বসে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আওলাদ হোসেন উজ্জল ও সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়াজী মহন মুন্সীগঞ্জের সাংবাদিকদের মোবাইলে ফোনে হরতাল আহ্বান করার বিষয়টি জানান। যদিও জেলা স্বেচ্ছাসেবক দল এককভাবে এ জেলায় হরতাল করার মতো সাংগঠনিকভাবে এখনো দাঁড়াতে পারেনি। কতিপয় স্থানীয় মিডিয়া কর্মীদের ম্যানেজ করে তাদের কথিত কর্মকাণ্ডের সংবাদ পরিবেশন করার চেষ্টা চালানো হচ্ছে।

এ ব্যাপারে শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাগর হোসেন ফারুক জানান, শহর কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর হোসেনের বাবা অসুস্থ থাকায় তারা শহরে বিক্ষোভ মিছিল বের করতে পারেনি।

এমটিনিউজ২৪

Leave a Reply