মুন্সিগঞ্জের দুই উপজেলায় বিএনপির ৭ নেতাকর্মী আটক

2 copy_8797মুন্সীগঞ্জের সিরাজদিখান ও গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় শনিবার দিবাগত রাতে বিশেষ অভিযানে বিএনপি ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এরা হলেন, গজারিয়ার বিএনপি কর্মী সোহেল (২৫), স্বেচ্ছাসেবক দলের কর্মী হেদায়েদ উল্লাহ (৩৫), সানাউল্লাহ (৫০), জাকির হোসেন (৩০), আলম (২৬), মাসুম হোসেন (৩২) ও মানিক (২৮)।


এছাড়া টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি খান মনিরুল মনি পল্টনের বেতকা গ্রামের বাসভবনে শনিবার রাতে তল্লাশি চালিয়েছে পুলিশ। এ সময় মনি পল্টন নিজ বাড়ির বাইরে ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর-রশিদ জানান, উপজেলার নতুন চরচাষী, লীপুরা, চর বাউশিয়া ও বাউশিয়া পশ্চিম কান্দি গ্রামে শনিবার রাতভর অভিযান চালিয়ে পুলিশ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫ নেতাকর্মীকে আটক করেছে।

সিরাজদিখান থানার ওসি আবুল বাসার জানান, উপজেলা বাজার সংলগ্ন বিএনপির দলীয় অফিসের সামনে থেকে ২ বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply