ব.ম শামীম: উপজেলার পাইকপাড়া ও পুলিন্দার পাড়া গ্রামে অভিযান চালিয়ে ২ হিরোইন বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পাইকপাড়া জুট মিল কোলনির সামনে হতে ২০ পুড়িয়া হিরোইনসহ দুই মামলার ওয়ারেন্ট আসামী জুয়েল বেপারীকে গ্রেফতার করা হয়। এদিকে পুলিন্দা পাড়া গ্রাম হতে মানিক নামের অপর হিরোইন বিক্রেতাকে ১০ পুড়িয়া হিরোইনসহ একই রাতে গ্রেফতার করে।
Leave a Reply