হুমায়ুন আজাদ হত্যা মামলায় আরও ৪ জন সাক্ষ্য দিলেন

Humayun-azad-sm20130117094746লেখক হুমায়ুন আজাদ হত্যা মামলায় আরও চারজন সাক্ষ্য দিয়েছেন । গতকাল ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৪-এর বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া সাক্ষ্য গ্রহণ করেন। গতকাল সাক্ষ্য দেন ঢাকা মহানগর হাকিম আদালতের তত্কালীন বিচারক শফিক আনোয়ার, পুলিশের দুই কনস্টেবল কামাল হোসেন ও আবদুর রহিম এবং মাদ্রাসা বোর্ডের কর্মচারী আবদুস শুকুর। গতকাল পর্যন্ত এই মামলায় ২১ জন সাক্ষ্য দিলেন। আগামী ১ ডিসেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।


২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে বাংলা একাডেমির উল্টো পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, লেখক ও ভাষাতত্ত্ববিদ হুমায়ুন আজাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

এরপর কয়েক মাস চিকিত্সা নেওয়ার পর ২০০৪ সালের আগস্টে গবেষণার জন্য তিনি জার্মানিতে যান। পরে ১২ আগস্ট মিউনিখে তিনি মারা যান।

প্রথম আলো

Leave a Reply