মোজাম্মেল হোসেন সজল: অসাংবিধানিকভাবে নির্বাচনকালীন সরকার গঠন ও নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের দাবিতে মুন্সীগঞ্জে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার বিকেলে মুক্তারপুরে পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. কামাল পাশার নেতৃত্বে ওই কর্মসূচি পালিত হয়। শহরের থানারপুলস্থ দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে পুরাতন বাসস্ট্যা- ঘুরে পুনরায় দলীয় কার্যালয় চত্বরে এসে শেষ হয়।
পরে সেখানে শহর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য রাখেন-জেলা বিএনপির সাধারণ সম্পাদক রিপন মল্লিক, যুগ্ন-সাধারণ সম্পাদক আতোয়ার হোসেন বাবুল, দপ্তর সম্পাদক আব্দুল আজিম স্বপন,শহর বিএনপির যুগ্ন-সম্পাদক ভিপি শাহীন, জেলা যুবদলের সহ-সভাপতি মোখলেছুর রহমান বকুল, কেন্দ্রীয় জাসাস নেতা ফখরুজ্জামান মিল্লাদ,শহর যুবদলের সভাপতি এনামুল হক প্রমুখ।
Leave a Reply