মুন্সীগঞ্জের গজারিয়ায় নাশকতার আশঙ্কায় চরমোনাই পীর মাওলানা সৈয়দ রেজাউল করীমের পূর্ব-নির্ধারিত ওয়াজ মাহফিল বাতিল করা হয়েছে। শনিবার রাতে গজারিয়া উপজেলার আনারপুরা মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়েছিল। এ মাহফিলে সভাপতির ভাষণ দেওয়ার কথা ছিল গজারিয়া উপজেলার চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা। রাজনৈতিক অস্থির পরিস্থিতিতে ধর্মীয় অনুভুতিতে আঘাত হানতে রাতের আঁধারে হাজারো মুসল্লির মাঝে যে কোন ধরনের নাশকতা ঘটানোর আশঙ্কায় এ ওয়াজ মাহফিল বাতিল হয়ে গেছে।
গজারিয়া থানার ওসি মো. মামুনুর রশীদ জানান, – দিনের বেলায় ওয়াজ মাহফিল করতে প্রশাসনের কোন বাঁধা-নিষেধ নেই। তবে, রাতের বেলা নাশকতা হতে পারে শঙ্কায় পুলিশ ওয়াজ মাহফিল করতে নিষেধ করেছে। এছাড়া, চরমোনাই পীর মাওলানা সৈয়দ রেজাউল করীম রাজনৈতিক কথাবার্তা বলেন।সে কারনেও অনুমতি দেয়া হয়নি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের গজারিয়া উপজেলার মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মো. শাহ জালাল জানান, আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলাপ-আলোচনা করেই মাহফিলের সময় ধার্য করা হয়। অথচ শনিবার সকালে গজারিয়া থানা ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ রাতের এ মাহফিল করতে অঘোষিত-অলিখিত নিষেধাজ্ঞা জারী করে। এতে করে ওয়াজ মাহফিল স্থগিত করা হয়েছে।
এ ঘটনায় মুসল্লিদের চরম ক্ষোভ রিবাজ করছে।
জাস্ট নিউজ
Leave a Reply