মুন্সীগঞ্জে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ১৫

Pic 1মোজাম্মেল হোসেন সজল: মুন্সীগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ঘর উত্তোলনকে কেন্দ্র দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে ২ মহিলাসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একপক্ষের ৪ জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন-জাহাঙ্গীর-জুয়েল গ্রুপের বোরহান (২৮), জুয়েল (২৫), মতিন (৩০) ও মুসা (৬৫)। এছাড়া,একই গ্রুপের জাহাঙ্গীর (৪৪), সোহেল (৩০), রাসেল (২৮) ও অপর দুলাল-ইয়াসিন গ্রুপের দুলাল ((৬০), রেহেনা (৩৫), সুমন (৩৫) নাজমা (৪০)-কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। রোববার সকাল ৬টার দিকে শহরের পাঁচঘরিয়াকান্দি গ্রামে ওই দু’গ্রুপের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


জানা গেছে, পাঁচঘরিয়াকান্দি গ্রামে ওই দু’গংয়ের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধপূর্ণ জমিতে শনিবার দিবাগত রাতে দুলাল-ইয়াসিন-সিরাজ গং রাতের আঁধারে ঘর উত্তোলন শুরু করে। এ খবর পেয়ে রোববার সকাল ৬টার দিকে জাহাঙ্গীর-জুয়েল গ্রুপের লোকজন ঘটনাস্থলে গিয়ে বাঁধা দেয়। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ ঘটনায় দুপুরে উভয় পক্ষই সদর থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে সদর থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম জানিয়েছেন।

Pic 1

Pic 3

Leave a Reply