হুমায়ূন আজাদ
এরশাদের পতনের পর এক অজ্ঞাতনাম বিচারপতি, প্রধান বিচারপতি, দেবদূত হয়ে দেখা দেন। শাহাবুদ্দিন আহমদ। ছোটখাটো ক্ষুদ্র একটি মানুষ, এবং সব দিকেই ছোটখাটো ক্ষুদ্র।
সামরিক শাসকেরা এলেও বিচারপতিরাই প্রথম সুবিধা ভোগ করেন, আবার রাজনীতিক আন্দোলনের ফলে সামরিক স্বৈরাচারীদের পতন ঘটলেও তাঁরাই প্রথম সুবিধা ভোগ করেন। শাহাবুদ্দিন আহমদ কখনো জনগণের পক্ষে কোনো কাজ করেন নি, তিনি ছিলেন নামপরিচয়হীন; ১৯৯০-এর ডিসেম্বরেও আমরা তাঁর নাম জানতাম না।
তিনি ছিলেন সিএসপি- এটাও বিস্ময়কর; শুনেচি আইউব খাঁর সময় তাঁকে প্রশাসনে অযোগ্য বিবেচনা ক’রে প্রশাসন থেকে বিচার বিভাগ পাঠিয়ে দেয়া হয়, সেটাই শাপে বর হয়ে দেখা দেয়; ভাগ্য প্রসন্ন থাকায় একদিন তিনি হন বাঙলাদেশের প্রধান বিচারপতি। ক্ষুদ্র লোকদের ওপর ভাগ্যদেবী চিরকালই প্রসন্ন থাকে। এরশাদের পতনের পর ‘তত্ত্বাবধায়ক সরকার’-এর নীতি অনুসারে তিনি হন সরকার প্রধান, যাঁর কাজ একটি বিশুদ্ধ পবিত্র স্বর্গীয় নিষ্পাপ নির্বাচন আয়োজন করা।
যা তিনি কল্পনাও করতে পারেন নি, তা বাস্তব হয়ে দেখা দেয় তাঁর ক্ষুদ্র জীবনে। বাস্তব কল্পনা থেকেও অদ্ভুদ।
রাজনীতিবিদেরা শয়তান, (প্রধান) বিচারপতিরা দেবদূত !
রাজনীতিবিদেরা পাপিষ্ঠ, (প্রধান) বিচারপতিরা পুণ্যবান !
তাঁর কাজ হয় একটি বিশুদ্ধ অবাধনির্বাচন আয়োজন ক’রে শয়তানদের হাতে ক্ষমতা তুলে দেয়া। তারপর শয়তানরা পাঁচ বছর শয়তানি করবে, ঘুষ খাবে, কোটি কোটি টাকা বানাবে, দেশ ভ’রে গু-া তৈরি করবে, হজ আর ওমরায় যাবে, শিঙ্গা বাজিয়ে পতাকা উড়িয়ে রাস্তা মাতিয়ে চলবে, সবাই তাদের ‘স্যার, স্যার’ করবে, তাদের সময় ফুরিয়ে আসবে, তখন আসবেন আবার এক নতুন দেবদূত।
তিনি আবার বিশুদ্ধ নির্বাচনের আয়োজন ক’রে ক্ষমতা তুলে দিয়ে যাবেন নির্বাচিত শয়তানদের হাতে।
অদ্ভুত এক নষ্ট রীতি, দুষ্টচক্র, প্রতিষ্ঠিত হয়েছে বাঙালাদেশে। তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন ক’রে গণতন্ত্র আসতে পারে না। লেখাপড়া শিখে অর্থাৎ পাঠ্য সহকারী পুস্তক মুখস্থ ক’রে অতিশয় বড়ো বড়ো চাকুরি করার পরও যে আমাদের দেশের বড়ো বড়ো লোকেরা অসংস্কৃত অমার্জিত থেকে যায়, তার এক আদর্শ উদাহরণ শাহাবুদ্দিন আহমদ। আমাদের দেশের শোচনীয়তার একটি কারণ হচ্ছে অমার্জিত রুচি। আমাদের শিক্ষিত, পদস্থ, ও ধনাঢ্যরা মার্জিত রুচি আয়ত্ত করে নি, করলে দেশ এত দূষিত হতো না। শাহাবুদ্দিন আহমদ বাঙলা ও ইংরেজি কোনোটিই শুদ্ধ উচ্চারণ করতে পারতেন না, এমনকি শুদ্ধভাবে বসতেও পারতেন না। তাঁর গোঁফটিও ছিলো হিটলারের গোঁফের মতো হাস্যকর। মানসিকতায়ও ক্ষুদ্র ছিলেন তিনি; রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও আবার তিনি ফিরে যান, ফিরে যাওয়ার ব্যবস্থা করেন, প্রধান বিচারপতির পদে।
তবে তিনি একটা সুষ্ঠু অবাধ নির্বাচন আয়োজন ক’রে প্রচুর করতালি পেয়েছিলেন। তাঁর বন্দনায় মুখর হয়েছিলো সবাই।
শুধু আমি ছাড়া।
সুষ্ঠু হয়েছিলো নির্বাচন? হয়তো।
সবাই মনে করেছিলো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, আওয়ামী লীগের নেতারা সবাই তৈরি হয়ে ছিলো ক্ষমতায় যাওয়ার শপথ নেয়ার জন্যে। কিন্তু দেখা যায় আওয়ামী লীগ আসে নি। আমার মনে আছে শাহাবুদ্দিন প্রথম বলেছিলেন কোনো দলই গরিষ্ঠাতা পায় নি; কিন্তু সন্ধ্যায় যখন বিএনপির লোকেরা আগুন জ্বালিয়ে মিছিল শুরু করে তখন বিচারপতি বিএনপির হাতে ক্ষমতা তুলে দেন।
তিনি ফিরে যান তাঁর প্রধান বিচারপতির কাজে।
গরিব মানুষের ছেলে, মনের ভেতরে যাঁর গরিবি, তিনি একটি বড়ো চাকুরি পেয়েছিলেন- প্রধান বিচারপতি হয়েছিলেন, সেটি কি ক’রে তিনি ছেড়ে দেবেন রাষ্ট্রপতি হওয়ার পরও?
ক্ষুদ্রকে চিরকাল ক্ষুদ্রই থাকতে হয়।
কোনো বিশাল পদ ক্ষুদ্রকে মহৎ করতে পারে না।
তিনি যখন অবসর নেন, সাংবাদিকদের তিনি বলেছিলেন, তিনি একটি বই লিখবেন। বই লিখবেন? তিনি বুঝতে পারেন নি যে বই লেখা প্রধান বিচারপতির কাজ, বা রাষ্ট্রপতির কাজ, বা নাতির মলমূত্র পরিস্কার করার মতো অতো সহজ নয়। ওই বইটি তাঁর আর লেখা হয় নি।
বইটি যে তিনি লেখেন নি, ভালোই করেছেন, তাঁকে ধন্যবাদ জানাই, তিনি কাগজকালি ইত্যাদির অপচয় করেন নি। আমি আমাদের কয়েকজন বিচারপতির লেখা বই প’ড়ে দেখেছি, আর তাঁদের মেধার দৈন্য দেখে কষ্ট পেয়েছি। অষ্টম শ্রেণীর বালকেরাও ওই সব বই লিখতে পারে।
তিনি জানিয়েছিলেন এতে তাঁর কোনো লোভ নেই।
কিন্তু পাঁচ বছর পর হাসিনা যখন ক্ষমতায় আসেন, শাহাবুদ্দিনকে হাসিনা রাষ্ট্রপতির পদটি দেন, এবং নিজের জন্যে বিপদ ডেকে আনেন। সেনাপতি আর বিচারপতিদের কখনো বিশ্বাস করতে নেই।
হাসিনা ভেবেছিলেন এক দেবদূতকে সঙ্গে নিয়ে তিনি দেশবাসীর হৃদয় জয় ক’রে ফেলবেন, জনগণ আবার তাঁকে ক্ষমতায় বসাবে; কিন্তু তাঁর হৃদয়কে ওয়াজেদ মিয়াও এতোটা ধ্বংস করেন নি, যতোটা করেছে এই বিচারপতি রাষ্ট্রপতি। হাসিনার শিক্ষা পাওয়ার দরকার ছিলো, তিনি অনবারত শিক্ষা পেয়ে চলছেন।
খালেদা জিয়া তাঁর রাষ্ট্রপতিদের সব সময় পদতলে রেখেছেন। তিনি জানেন যাদের তিনি রেখেছেন, তারা কেউ নয়; তিনি আছেন ব’লেই তারা আছে। জিয়াউর রহমান এটা জানতেন, খালেদা জিয়াও এটা জানেন। জিয়াউর রহমান যদি ও কখনো তাঁকে রাজনীতিতে আনেন নি, কিন্তু তিনি অসামান্য রাজনীতি আয়ও করেছেন।
তিনি জানেন তিনিই প্রভু, তাই তাঁর আচরণও প্রভুর। রহমান বিশ্বাস বিশ্বাসী পরিচারকের মতো কাজ ক’রে গেছে, ডাক্তার বদরোদ্দোজা চৌধুরী একটু মাথা তুলতে গিয়েই হাই হিলের আঘাতে বঙ্গভবন থেকে ছিটকে পড়েছেন অতলে।
বিএনপি বঙ্গভবনে ডাক্তারি সহ্য করে না।
আওয়ামী লীগ অসহায়, তার সঙ্গে ফাজলামো করা চলে, আওয়ামী লীগের দয়ায় রাষ্ট্রপতি হয়ে আওয়ামী লীগের কান ম’লে দেয়া যায়; কিন্তু বিএনপির সঙ্গে ফাজলামো করা চলে না।
হাই হিলের নিচে মাথা রেখে রাষ্ট্রপতি হ’তে হয়, বিএনপি তা জানিয়ে দিয়েছে। সবাই জেনে গেছে। অনেকেই তা মেনে প্রস্তুত ছিলো, ব্যগ্র হয়ে উঠেছিলো, -যাই হোক বঙ্গভবনে স্যুটকোট ব’সে ব’সে ঘুমোনো খুব খারাপ ব্যাপার নয়- বেশ মজার; তবে মাথা রাখার ভাগ্য অর্জন করতে পেরেছে একজন। পায়ের নিচে মাথা রাখতে পারাও সৌভাগ্য।
কুঁজোদের কাষ্ণনাজঙ্ঘা জয় করতে দেখে আমি সব সময়ই মুগ্ধ হই। ৮ বছর ধ’রে আন্দোলনের পর আন্দোলন, মিছিল, হরতাল, রক্তপাত, অজস্র আত্মোসর্গ, গণতন্ত্রের জন্যে প্রবল ব্যাকুলতার মধ্য দিয়ে সামরিক একনায়ক এরশাদকে হটিয়ে, ১৯৯০-এর ৬ ডিসেম্বরে, গরীব বাঙলাদেশ গণতন্ত্রের দিকে পা দেয়।
গণতন্ত্র অত্যন্ত সুন্দর শব্দ; অনেকের স্বপ্ন ছিলো অবশেষে গণতন্ত্র এসে বুঝি ধরা দিলো বাঙলাদেশের আঁচলে। এজন্যে আন্দোলনকারীরা সৃষ্টি করেন ‘তত্ত্বাবধায়ক সরকার’ নামের একটি ধারণা, যার কাজ সুষ্ঠু শুদ্ধ নির্বাচন আয়োজন ক’রে রাজনীতিবিদদের গণতান্ত্রিক করকমলে গণতন্ত্রের শুভ্রপদ্মটি তুলে দিয়ে বিদায় নেয়া।
তারপর রাজনীতিবিদেরা চর্চা করতে থাকবে গণতন্ত্র : তারা ক্ষমতা প্রয়োগ করতে থাকবে অপ্রতিহতভাবে।
বাঙলাদেশে রূপসী গণতন্ত্র আবার দেখা দেয় ১৯৯১-এ।
১৯৯১-এর ২৭ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জেতে (তত্ত্বাবধায়ক সরকার প্রধান : বিচারপতি শাহাবুদ্দিন আহমদ), এবং খালেদা জিয়া প্রধান মন্ত্রী হন ১৯ মার্চে।
কিন্তু গণতন্ত্রের কী দুর্ভাগ্য ১৯৯৬-এর ১৫ ফেব্রুয়ারিতে খালেদা জিয়াকেই আয়োজন করতে হয় একটি অসহায় প্রহসনমূলক নির্বাচন, যাতে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৮৯ টি আসন লাভ করে।
গণতন্ত্র নিজের অপরূপ রূপ দেখে স্তম্ভিত হয়।
তারপর আবার তীব্র আন্দোলন; তৈরি হয় ‘জনতার মঞ্চ’, যাতে যোগ দেয় আমলারা ; এর ফলে ১৯৯৬ সালের ৩০ মার্চ খালেদা জিয়া পদত্যাগ করেন।
গণতন্ত্র সাফল্যের দিকে দীর্ঘ পা ফেলে!
কিন্তু খালেদা জিয়া ও বিএনপি এটা ভোলে নি।
১৯৯৬-এর ১২ জুনের নির্বাচনে আওয়ামী লীগ জেতে (তত্ত্বাবধায়ক সরকার প্রধান; বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান), এবং শেখ হাসিনা জুনের ২৩ তারিখে প্রধান মন্ত্রী হন। বহু বছর পর ক্ষমতায় ফিরে আসে আওয়ামী লীগ ধন্য বোধ করে।
২০০১-এর ১ অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি-জামায়াত জোট বিপুল গরিষ্ঠতা নিয়ে জেতে (তত্ত্বাবধায়ক সরকার; প্রধান বিচারপতি লতিফুল রহমান), এবং খালেদা জিয়া দ্বিতীয়বার প্রধান মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ১০ অক্টোবরে।
এ-নির্বাচনে বিএনপি-জামায়াত জোট এমন বিস্ময়কর গরিষ্ঠতা অর্জন করে যে সারাদেশে ভয়ে ও অভাবিতকে দেখে স্তব্ধ হয়ে যায়; দু-দিন ধ’রে দেশে কবরের স্তব্ধতা বিরাজ করে।
পাখিরাও চুপ ক’রে যায়, আমার কাকগুলোও ডাকে না।
বিএনপি-জামায়াত জোটও এতোটা আশা করে নি, দেশ তো আশা করেই নি, তাই ফলাফলের প্রথম ঘা সহ্য করতে অন্তত দু-দিন সময় লাগে। তারপর শুরু হয় জয়ীদের তাণ্ডব।
নির্বাচন কি সুষ্ঠু হয়েছিলো? আমি তা জানি না; আমি তো কোনো দিন জানবো না । কেউ জানবে না।
হাসিনা যাকে মহান দেবদূত ভেবে বঙ্গভবনে নিয়ে এসেছিলেন, সে-দেবদূত ও হাসিনার জন্যে কাল হয়ে উঠেছিলো। সেও এখন একটি ভিলেন, তার গোঁফ আর দেখা যায় না।
লতিফুর রহমানকে তো প্রথম থেকেই মনে হচ্ছিলো ক্ষিপ্ত। প্রচ- উত্তেজনা নিয়ে সে আসে। আর তার উপদেষ্টারাও কি ছিলো মহাপুরুষ? এই হঠাৎ মহাপুরুষদের হাতে কি দেশ ছেড়ে দেয়া যায়?
নির্বাচন যদি সুষ্ঠু হয়ে থাকে, তাহলে সে কেন এতোটা নিন্দিত? বাঙলাদেশের এখন যে-রাজনীতিক অবস্থা, তাতে তো ক্ষমতায় আসবে বিএনপি (+ রাজাকার জামায়াত) বা আওয়ামী লীগ (+ রাজাকার জামায়াত) রাজাকাররা এখন আমাদের প্রধান দুটি দলকে অনেকটাই নিয়ন্ত্রণ করছে। কিন্তু এতো হতবাক ক’রে?
বাঙলাদেশে কিছুই নিষ্কলঙ্ক থাকে না; তত্ত্বাবধায়ক সরকারের ধারনাটিরও আর নির্মল নেই। শাহাবুদ্দিন থেকে মুহাম্মদ হাবিবুর রহমান হয়ে লতিফুর রহমান পর্যন্ত পৌঁছোতে তত্ত্বাবধায়ক সরকারও হয়ে ওঠে দূষিত; লতিফুর রহমান যে-বিপুল উদ্যোগে ত্রাস জাগিয়ে নির্বাচন আয়োজন করে, তাতে সে এখন বাঙলাদেশে এক খলনায়কে পরিণত হয়েছে। বিচারপতি শাহাবুদ্দিন ও বিচারপতি হাবিবুর রহমানের নিরাসক্তি ও নিরপেক্ষতা তার ছিলো না; মনে হয়েছে প্রচ- ক্রোধ ও পরিকল্পনা নিয়ে সে নির্বাচনের আয়োজনে নেমেছে।
দেশকে সে উল্টেপাল্টে দেয়, এক দলের মাস্তানদের ঠাণ্ডা ক’রে আরেক দলের মাস্তানদের গরম ক’রে গণতন্ত্রের কেন্দ্রে কেন্দ্রে নির্বিঘেœ কাজ করতে দেয়। তত্ত্বাবধায়ক সরকারও এখন বাঙলাদেশের জন্যে সংকট হয়ে উঠেছে; রাজনীতিক দলগুলো তাকিয়ে থাকছে সেই অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির দিকে, যাঁর সম্ভাবনা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার। তাই প্রধান বিচারপতিরা, বিশেষ ক’রে যাঁর সম্ভাবনা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার, তিনি আর নিরপেক্ষ থাকছেন না; নিরপেক্ষ থাকা সম্ভব নয় বাঙলাদেশে।
(লেখাটি ২০০২ সালে প্রকাশিত ‘আমরা কি এই বাঙলাদেশ চেয়েছিলাম’ গ্রন্থ থেকে নেয়া)
ঢাকারিপোর্টটোয়েন্টিফোর
Leave a Reply