মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল স্থবির

oborodhদুরপাল্লার সব যানবাহন চলাচল বন্ধ থাকায় মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল স্থবির হয়ে পড়েছে। অবরোধের কারণে নৌরুটের উভয়পাড়ে যানবাহন না থাকায় চালু থাকা ফেরিগুলো উভয়ঘাটে নোঙর করা রাখা হয়েছে। যানবাহন আসলে পারাপার করা হবে বলে বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে।

তবে সোমবার দিনগত রাতে আটকে পড়া যানবাহন মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত পারাপার করা হয়।

বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. সিরাজুল হক বাংলানিউজকে জানান, মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে চলাচলরত ১৭টি ফেরির মধ্যে ১৪ ফেরি চালু রয়েছে। সোমবার রাতে আটকে পড়া কিছু যানবাহন মঙ্গলবার সকালে পারাপার করা হয়েছে।


তিনি জানান, ফেরি চলাচল বন্ধ নেই। তবে যানবাহনের কোনো চাপ নেই নৌরুটের উভয়ঘাটে। এ জন্য বেশিরভাগ ফেরি উভয়ঘাটে নোঙর কর‍া আছে।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান জানান, ঢাকা-মাওয়া মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply