মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা বালুচর ইউনিয়নের কালীনগর গ্রামে পুলিশ অভিযান চালিয়ে সোমবার বিকাল ৫টায় গাজা ও ২০ পিছ ইয়াবাসহ মাদকসম্রাজ্ঞী লিপি বেগমকে গ্রেপ্তার করেছে। সিরাজদিখান থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক পাচারকারীদের ধরতে এসআই মামুন আল রশিদ ও এসআই মোঃ ইলিয়াস মিঞার নেতৃত্বে দুপুর ৩টায় থেকে ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে গাজা ও ২০ পিস ইয়াবাসহ মাদকসম্রাজ্ঞী লিপি বেগমকে (২৬) বালুচর ইউনিয়নের কালীনগর গ্রামের পরীবানু কিন্ডার গার্টেন এলাকা থেকে আটক করে।
অভিযান চলাকালে ইয়াবা পাচারকারী আরো ৩ জন পালিয়ে যেতে সক্ষম হয় বলেও পুলিশ জানায়। এ ব্যাপারে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আবুল বাসার বলেন, ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমি সর্বদা সজাগ। লিপিকে আটক করে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।
বাংলাপোষ্ট২৪
Leave a Reply