সিরাজদীখানে পুলিশ ও ছাত্রদল কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া: আহত ৩

oborodh1ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রামেরখোলা এলাকায় বৃহস্পতিবার দুপুরে ছাত্রদল নেতাকর্মীরা আরোহীসুদ্ধ একটি অটোরিকশা উল্টে খাদে ফেলে দিলে অন্তত ৩ যাত্রী আহত হয়েছে।

এ সময় পুলিশ ও ছাত্রদল কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সেখানে ৫-৬ টি ককটেল বিস্ফোরন ঘটায় ছাত্রদল। এতে ফাঁকা গুলি ছুড়ে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, নীমতলা থেকে ৩ যাত্রী নিয়ে একটি অটোরিকশা কুচিয়ামোড়া এলাকায় যাচ্ছিল। নীমতলা ও কুচিয়ামোড়ার মাঝামাঝি রামেরখোলা এলাকায় গেলে অটোরিকশার যাত্রীরা ছাত্রদলের নেতাকর্মীদের তোপের মুখে পড়ে। এ সময় অটোরিকশাটি উল্টে খাদে ফেলে দিলে ৩ যাত্রী আহত হয়।

সিরাজদীখান থানার আফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার ফাঁকা গুলি-বর্ষনের সত্যতা অস্বীকার করে যমুনা নিউজকে জানান, ছাত্রদলের নেতাকর্মীরা যানবাহন চলাচলে বাঁধা দেয়। পুলিশ যাওয়ার আগেই তারা পালিয়ে যায়।

যমুনা নিউজ

Leave a Reply