মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের এ্যাম্বুলেন্সের অভাবে মারা গেলেন মুন্সীগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী আব্দুর রশীদ ঢালী (৫৬)। রোববার রাত ৮টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে তিনি মারা যান। নিহত কারারক্ষী আব্দুর রশীদ ঢালী মাদারীপুর জেলার শিবচরের আব্দুর জব্বার ঢালীর ছেলে।
জেলা কারাগারের জেলার তারিকুল ইসলাম জানান, রোববার বিকেল ৪টার ডিউটি পালনকালে কারারক্ষী রশীদ তার বুকে ব্যথা অনুভব করলে তাৎক্ষণিক তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া যায়। এ সময় সেখানকার কর্তব্যরত ডাক্তার রহমতউল্লাহ প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হ্নদরোগ ইন্সটিটিউটে রেফার করেন। কিন্ত জেনারেল হাসপাতালের এ্যাম্বুলেন্সটি ঢাকায় থাকায় আসতে দেরি হচ্ছিল। এরই মধ্যে রশীদ হাসপাতালে আরেক দফায় স্ট্রোক করেন।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. কাজী শরীফুল আলম জানান, হাসপাতালের তিনটি এ্যাম্বুলেন্সের মধ্যে ২টির অবস্থা ভালো না। আকেটি এ্যাম্বুলেন্স রোগী নিয়ে ঢাকায় যাওয়ায় এ্যাম্বুলেন্সটি আসতে দেরি হয়েছে।
ছবি-মো. নাইম
মুন্সীগঞ্জ বার্তা
==========
মুন্সীগঞ্জে অ্যাম্বুলেন্সের অভাবে কারা পুলিশের হাবিলদারকে বাঁচানো গেলো না
মুন্সীগঞ্জ শহরে অ্যাম্বুলেন্সের অভাবে বাঁচানো গেলো না জেল হাজত খানার কারা পুলিশের হাবিলদার আব্দুর রশীদ ঢালীকে (৫৫)। তিনি সিনিয়র কারারক্ষী। রাত সোয়া ৮ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।
শহরের মানিকপুর এলাকাস্থ ১০০ শয্যা বিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এ মর্মস্পর্শী ঘটনা ঘটে।
কারারক্ষী মাঈনউদ্দিন জানান, রোববার বিকেল ৫ টার দিকে হৃদরোগে আক্রান্ত হন কারা পুলিশের হাবিলদার আব্দুর রশীদ। তাৎক্ষনিক তাকে হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
এ সময় হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য জরুরী বিভাগের বেডে টানা ৩ ঘন্টা মৃত্যু যন্ত্রনায় ছটফট করে। পরে রাত সোয়া ৮ টায় তিনি মারা যান। ইমার্জেন্সি মেডিকেল অফিসার রহমত উল্লাহ যমুনা নিউজকে জানান, আমি বিকেলেই তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেই। এর বেশী কিছু আমি বলতে পারবো না। নিহত আব্দুর রশীদ ঢালী মাদারীপুর জেলার শিবচরের আব্দুল জব্বার ঢালী ছেলে।
যমুনা নিউজ
=======
Leave a Reply