সরকারি গাছ কেটে দোকান ঘর নির্মাণের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন

tongibaritreeফলোআপ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও বাজারের সরকারি রাস্তার গাছ কেটে দোকান ঘর নির্মাণ করার ঘটনায় ব্যবস্থা নিচ্ছেনা প্রশাসন। এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করলেও তাদের আবার রাতের আঁধারে ছেড়ে দেয়া হয়েছে।


সরেজমিনে দেখা গেছে পাঁচগাঁও বাজার এলাকার প্রভাবশালী আবদুল হাই মোল্লা ও শাহালম মোল্লা গং সরকারী পাঁচগাঁও বাজারের রাস্তার গাছ কেটে নিয়ে ওইস্থানে দোকান ঘর নির্মাণ করছে। গাছকাটার ঘটনায় স্থানীয় লোকজন বাঁধা দিলেও তা মানছেনা এই প্রভাবশালীরা। এঘটনার খবর পেয়ে পুলিশ খালেক মোল্লা নামের ১ জনকে গ্রেপ্তার করলেও রাতের আঁধারেই তাকে ছেড়ে দেয়া হয়। এব্যাপারে টঙ্গীবাড়ি উপজেলা নিবার্হী কর্মকর্তা নাসরিন পারভিন বলেন, গাছ কাটা হয়নি তার ঢালপালা কাটা হয়েছে। ঘটনাটি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিদের্শ দেয়া হয়েছে। তবে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। করলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।
tongibaritree
মুন্সীগঞ্জ বার্তা

Leave a Reply