মুন্সীগঞ্জে ১৫ প্রার্থীর মনোনয়ন জমা

আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জে ৩টি আসনে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মুন্সীগঞ্জ-৩ আসনে ৬ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এরা হলেন-আওয়ামী লীগ মনোনিত প্রার্থী কেন্দ্রীয় উপ-দফতর সম্পাদক মৃনাল কান্তি দাস, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসাবে হাজী মো. ফয়সাল বিপ্লব, জাতীয় পার্টির প্রার্থী আলহাজ কলিমুল্লাহ, জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী আব্দুল বাতেন, জেপি প্রার্থী প্রার্থী নাজমুন্নাহার বেবী, বিএনএফ’র সৈয়দ মোখলেছুর রহমান।

মুন্সীগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন। এরা হচ্ছেন- আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জাতীয় সংসদের হুইপ ও বর্তমান সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসাবে মাহবুব উদ্দিন আহম্মেদ বীর বিক্রম, জাতীয় পার্টির নোমান মিয়া, খেলাফত মজলিসের মো. আব্দুল ওয়াদুদ ও বিএনএফ’র বাচ্চু শেখ।

মুন্সীগঞ্জ-১ আসনে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হচ্ছেন- আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বর্তমান সাংসদ সুকুমার রজ্ঞন ঘোষ, জাতীয় পার্টির এ্যাডভোকেট শেখ মো. সিরাজুল ইসলাম, জেপি প্রার্থী নুর মোহাম্মদ ও জাসদের (ইনু) একেএম নাসিরুজ্জামান খান।

জেলা প্রশাসক ও রির্টার্নিং অফিসার মো. সাইফুল হাসান বদাল সোমবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে জানান, তাঁর কার্যালয় ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা তথা সহকারী রির্টানিং অফিসারদের কাছে এই মনোনয়নপত্র জমা দেয়া হয়। এদিকে মুন্সীগঞ্জ-৩ আসনে সরকার দলীয় মহিলা সংরক্ষিত আসনের সাংসদ আলহাজ মমতাজ বেগম স্বতন্ত্র হিসেবে মনোনয়ন ক্রয় করলেও তা জমা দেননি।

স্বদেশ

Leave a Reply