ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় অবরোধ স্থলে মূর্হুমুহু ককটেল বিস্ফোরনে বিএনপির ১১ নেতাকর্মী আহত হয়েছে। বুধবার দুপুরে বেলা সাড়ে ১২ টার দিকে ভবেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় গজারিয়া বিএনপির যুগ্ন-সম্পাদক ইসহাক আলী, আবুল কালাম আজাদ ও আব্বাস মিয়াসহ অপর আহতদের গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিএনপির সহ¯্রাধিক দলীয় নেতাকর্মীর উপর ভবেরচর এলাকায় দুস্কৃতকারীরা মূুর্হুমুহু ককটেল নিক্ষেপ করলে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
গজারিয়া উপজেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান মনা দাবী করেন- প্রতিহিংসা পরায়ন রাজনৈতিক প্রতিপক্ষের লোকজনই এ ককটেল হামলা করেছে।
অতিরিক্ত জেলা পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার যমুনা নিউজকে জানান, যারাই ককটেল হামলা করেছে, কাজটি ভালো করেনি। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
যমুনা নিউজ
Leave a Reply