ডিবির কনস্টেবল হাফিজের বিরুদ্ধে মানি ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া এলাকায় সকাল দশটায় ডিবি পুলিশের কনস্টেবল হাফিজ বাবা ভান্ডারী মিষ্টি দোকানে হানা দিয়ে হাজী মো. রাসেল ভূঁয়ার কাছ থেকে মানি ব্যাগ ছিনতাই করলেন। বাবা ভান্ডারী মিষ্টি দোকানে হাজী মো. রাসেল ভূইয়া সকালের নাস্তা করছিলেন। তখন তল্লাশির করে তার কাছ থেকে কিছু না পেয়ে তার মানি ব্যাগটি ডিবি কনস্টেবল হাফিজ নিয়ে যায়। এ ঘটনা সাংবাদিকরা জানতে পেরে হাফিজের সাথে যোগাযোগ করলে তিনি মানি ব্যাগ নেয়ার কথা স্বীকার করেন।

পরে তিনি মানি ব্যাগটি বাবা ভান্ডারী মিষ্টি দোকানে রেখে রাসেলে লোকজনকে খবর দিয়ে মানি ব্যাগটি নিতে বলেন। সেখানে উপস্থিত ছিল সাপ্তাহিক মুন্সীগঞ্জ বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার মো. সোহাগ। তখন হাবিলদার হানিফ নামে একজন পুলিশ সদস্য হাফিজের কথা মতো মানি ব্যাগটি সাংবাদিক সোহাগকে ফেরত দিয়ে রাসেল ভূইয়াকে দিতে বলেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যে পুলিশ সদস্য মানুষের জান-মাল নিরাপত্তা দেয়ার কথা এখন তারাই যদি তল্লাশির নামে মানুষের মানি ব্যাগ ছিনতাই করে রেখে দেয় তাহলে মানুষ যাবে কোথায়? ডিবি কনস্টেবল হাফিজ দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জে রয়েছে। তাই সে এখন বেপরোয়া আঁচরন করেও পার পেয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে আরো মানুষের টাকা-পয়সা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে হাজী মো. রাসেল ভূইয়া বলেন, সাংবাদিক ভাইদের কারনে আমি মানি ব্যাগটি ফেরত পেয়েছি। মানি ব্যাগ ছিনতাইয়ের অভিযোগে এবার কি পুলিশ সুপার মহোদয় হাফিজের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করবে নাকি হাফিজ এভাইবেই মানুষের মানি ব্যাগ ছিনতাই করে পার পেয়ে যাবে?

মুন্সীগঞ্জের বাণী

One Response

Write a Comment»
  1. Jota marte parlo na tokhon shala re.

Leave a Reply