আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-দফতর সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি দাসকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। বুধবার বিকালে গণভবনে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্র জানিয়েছে।
তার স্থলাভিষিক্ত করা হয়েছে আমিনুল ইসলাম আমিন (উপ-দপ্তর সম্পাদক )। আমিনুল ইসলাম আমিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া এডভোকেট মৃণাল কান্তি দাসকে মুন্সিগঞ্জ-৩ আসন থেকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। নির্বাচনী প্রচারণায় তার ব্যস্ততার কথা চিন্তা করে তাকে এ দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
মুন্সিগঞ্জ টাইমস
Leave a Reply