শ্রীনগর ডায়মন্ড ক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম

শ্রীনগর উপজেলার বাড়ৈখালীর শ্রীধরপুরে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর জখম করেছে মুখোশধারী স্থানীয় ডায়মন্ড ক্লাবের সভাপতি নুরুল আমিনকে (৫৫)। তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় তার সাথে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। তার ভাই জসিমউদ্দিন জানান, মঙ্গলবার রাতে ঢাকা থেকে শ্রীধরপুর বাড়িতে ফেরার পথে শ্রীধরপুর কড়ইতলার কাছে ৭/৮ জন সন্ত্রাসী তাকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে। শ্রীধরপুর হাফেজিয়া মাদ্রাসার নির্বানে সভাপতি পদ নিয়ে প্রতিবেশী বাদল-তপনের সাথে বিরোধীর জের ধরে এই ঘটনা ঘটে থাকতে পারে।

স্বদেশ

Leave a Reply